প্রকাশিত: Tue, Dec 19, 2023 9:42 PM আপডেট: Mon, Jan 26, 2026 12:56 AM
[১]জিএম কাদেরকে ফের হুমকি [২]ভয় দেখিয়ে আমাদের পরিবারকে নির্বাচন থেকে দূরে রাখা যাবে না: শেরিফা কাদের
মনিরুল ইসলাম : [৩] দ্বাদশ নির্বাচনে অংশ নেয়ায় ঘোষণা দেয়ায় আবারও প্রাণনাশের হুমকি পেয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
[৪] গতকাল সোমবার রাতে তাকে হোয়াটসঅ্যাপে হুমকি দিয়ে একটি বার্তা পাঠানো হয়। এই নম্বর থেকে এর আগেও হুমকি পাঠানো হয়েছিলো ।
[৫] হুমকিতে বলা হয়েছে, ‘ঢাকা ১৮’তে এবং রংপুরে আশা করি সাবধানতার সাথে প্রচার কার্য চালাবেন। হয়তোবা নির্বাচনের আগেই আপনার স্ত্রী এবং আপনার সাথে আজরাইলের দেখা হতে পারে। তবে নির্বাচন থেকে সরে আসলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হবে। ২৭৪ টি আসনে জয়ী করে দেবার শর্তে মাত্র ২৬টি আসনে জয়ী হয়ে দেশটাকে কারাগার বানানোর পরিণাম মোটেও ভালো হবে না। আমরা আর্মি থেকে প্রশিক্ষিত।’
[৬] জাপার দায়িত্বশীল সূত্র জিএম কাদেরকে ফের হুমকির বিষয়ের সত্যতা স্বীকার করেন।
[৭] এর আগে জিএম কাদেরকে সপরিবারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন তার ব্যক্তিগত সহকারী আবদুল হান্নান।
[২] মঙ্গলবার বেলা ১২টায় উত্তরখান মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করে জাপার চেয়ারম্যান জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের বলেন, নির্বাচনে যত বাধাই আসুক লড়ে যাব। আমরা হুমকিতে ভীত নই। এলাকার জনগণকে সঙ্গে নিয়ে প্রচারাভিযান চালিয়ে যাব।
[৩] ঢাকা-১৮ আসন থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন স্ত্রী শেরিফা কাদের।উত্তরখানে শেরিফা কাদেরের বক্তব্য থেকে পরিবারের হুমকির বিষয়টির সত্যতা আবারও প্রকাশ্যে এলো। সম্পাদনা: সমর চক্রবর্তী
আরও সংবাদ
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি
[১]জামায়াত নিষিদ্ধ নিয়ে মির্জা ফখরুল বললেন, স্বৈরাচার সরকাররা এ ধরনের সিদ্ধান্ত নেয়
[১]মানুষ প্রতিটি হত্যার নিরপেক্ষ তদন্ত ও বিচার চায়: জি এম কাদের [২]ছাত্রদের ৯ দফায় সমর্থন
[১]শিক্ষার্থীদের সঙ্গে সংঘাত এড়াতে নিজেদের কর্মসূচি বাতিল করেছি: ওবায়দুল কাদের
[১]শিক্ষার্থী বনাম সরকার গেইম খেলে ফায়দা লুটতে চায় একটি মহল: ওবায়দুল কাদের
[১]নির্যাতন যত বাড়বে, গণপ্রতিরোধ ততোই দুর্বার হবে: মির্জা ফখরুল
[১]শোকাবহ আগস্টের প্রথম দিন আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি